নিউজ ডেক্স, গণআওয়াজ : এপিএসসি কেলেংকারি মামলায় গ্রেফতার হলেন তৎকালীন কন্ট্রোলার নন্দবাবু সিংহ। শনিবার রাত এসআইটি প্রাক্তন কন্ট্রোলার নন্দবাবু সিংহকে তার বাড়ী থেকে তুলে নিয়ে যায়।
যদিও সিংহের স্ত্রী জয়মতি সিংহ জানিয়েছেন, এসপি নুমাল মাহাতু ফোনে ঘর থেকে ডেকে অফিসে নিয়ে যান। এরপর নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে।
নন্দবাবু সিংহের এই গ্রেফতারের খবরে শিলচরে চাঞ্চল্য বিরাজ করছে।
কারন, প্রাক্তন কন্ট্রোলারকে এসআইটি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ চালালে গ্রেফতার হতে পারেন শিলচরের আরও বেশ কয়েকজন।
এমনকি গ্রেফতার হতে পারেন প্রাক্তন এই কন্ট্রোলারের স্ত্রী রাধামাধব কলেজের মনিপুরী বিভাগের প্রাক্তন এইচওডি জয়মতি সিংহও।
এদিকে প্রাক্তন কন্ট্রোলার নন্দবাবু সিংহের অতি লোভের শিকার হয়ে জেলে জীবন কাটাতে হতে পারে কন্যা মিনার্ভা দেবিকেও।
মিনার্ভা হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক পাস করে গুয়াটিতে পড়াশুনা করেন, এরপর এমভিএ করে ব্যাঙ্গালোরে প্রাইভেট জব করতেন।
কিন্তু কন্ট্রোলার পিতার ক্ষমতাবলে মিনার্ভা আজ করিমগঞ্জের প্রশাসনিক স্তরে উচ্চ পদস্থ আধিকারিক (এডিসি)।
তবে জানাগেছে, মিনার্ভাকে এসআইটি গুয়াহাটিতে তলব করেছে, সোমবার এসআইটির সামনে উপস্থিত হতে হবে মিনার্ভাকে। গ্রেফতারও হতে পারেন মিনার্ভা।