কাঞ্চনপুর প্রতিনিধি : আন্দোলনে নামার হুংকার ত্রিপুরা কাঞ্চনপুরের আত্মসমর্পণ কারী বৈরীদের।
কুড়ি বছর আগে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও আজও মিলেনি পুনর্বাসন।
২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রীকে লিখিত পূর্ণবাসনের দাবি জানান তারা। বর্তমান মুখ্যমন্ত্রীকেও এই দাবী জানানো হয়েছে।
কিন্তু সরকার আজ পর্যন্ত কোন ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেন আত্মসমর্পণ কারী বৈরীরা।
আজ কাঞ্চনপুরে সাংবাদিক সম্মেলন করে বৈরীরা জানান, তাদের ১২৩৫টি পরিবার মনুমন ফুই চৌমুনির আশপাশে অস্থায়ীভাবে বসবাস করছেন।
সরকার যদি তাদের পুনর্বাসনের কোন সুব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে বৃহত্তর পদক্ষেপ নেওয়ার হুসিয়ারি দেন আত্মসমর্পণকারীরা।