আইনের জালে আইনজীবী! সীমান্ত জেলা করিমগঞ্জে চাঞ্চল্য

Spread the love

ব্যুরো রিপোর্ট গণআওয়াজ, করিমগঞ্জ : নিলামবাজার মুলিয়ালা গ্রামের এক ব্যক্তিকে হত্যার সুত্রে আইনজীবী আব্দুল হককে যেতে হল শ্রীঘরে।

এই হত্যাকাণ্ড সংঘটিত হয় গত ১ নভেম্বর।

গ্রামের আব্দুল করিমের এফআইআর অনুসারে তার ছেলে মাতাব উদ্দিন আলিমানের বাইকে রামকৃষ্ণনগরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

কিন্তু রাত পেরিয়ে গেলেও ছেলে বাড়ী ফিরেনি।

খোজাখুঁজির করে সন্দান না পেয়ে ৫ দিন পর নিলামবাজার থানায় পরিবারের পক্ষ থেকে মিসিং এন্ট্রি করা হয়।

পরে কাঠলিছড়া থেকে উদ্ধার হয় মাতাবের মৃতদেহ।

এই ঘটনায় মাতাবের পিতা কাটলিছড়া থানায় আলিমান, আইনজীবী আব্দুল হক, সামসুল হক, বশির উদ্দিন ও সুফিয়ান উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত মামলা দাখিল করেন।

কাটলিছড়া পুলিশ এই মামলা রাতাবাড়ি থানায় প্রেরণ করে।

রাতাবাড়ি থানায় মামলাটি ভারতীয় দন্ড বিধির ১২০(বি)/৩৬৫/৩০২ ধারায় এবং ২২৪/২০২৩ নম্বরে নথিভুক্ত করে গ্রেফতার করা হয় আলিমানকে।

এই সুত্রে রাতাবাড়ি পুলিশ মামলার তদন্তে শনিবার করিমগঞ্জ থেকে আইনজীবী আব্দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

টানা জিজ্ঞাসাবাদের পর রবিবার আইনজীবী সহ তার ভাই সামসুল হককে গ্রেপ্তার করে ফৌজদারি আদালতে সপোর্দ করে।

কিন্তু ছুটির দিন থাকায় আইনজীবী সহ তার ভাইকে কোর্টে সপোর্দ করে মামলার তদন্তকারি আধিকারিক ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান।

এদিকে আব্দুল হকের পক্ষে প্রায় কুড়িজন আইনজীবী আদালতে পুলিশের আবেদনের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন।

পরে বিচারক পুলিশ রিমানন্ডের আবেদন নাকচ করে আইনজীবী সহ তার ভাইকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রক্রিয়ায় জেল কাস্টডিতে গিয়ে প্রয়োজন অনুসারে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token