স্বপন পাল, শিলিগুড়ি দার্জিলিং : প্রায় ৪ ঘন্টা পর শিলিগুড়ি থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক শংকর ঘোষ সহ অন্যান্য বিধায়ক এবং দলীয় কর্মীরা।
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার বিরুদ্ধে প্রতিবাদ করে গ্রেফতার হন বিজেপির শিলিগুড়ির বিধায়ক সহ উত্তরবঙ্গের বেশ কিছু বিধায়ক এবং দলীয় কর্মী।
প্রতিবাদ শুরু হতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপি বিধায়ক সহ কর্মী-সমর্থকদের। পরিস্থিতি সামাল দিতে দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি।
শেষ পর্যন্ত দুই বিধায়ক সহ ৮ বিজেপি কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি থানায়। এঘটনার পর আরো চার বিজেপি বিধায়ক থানায় এসে প্রতিবাদে সামিল হয়।
বিজেপির বিধায়ক সহ কর্মী-সমর্থকদের নিঃশর্ত মুক্তির দাবিতে শিলিগুড়ি থানার বাইরেই শুরু হয় বিক্ষোভ। তবে রাত দশটা নাগাদ থানা থেকে পুলিশ তাদের নিঃশর্ত মুক্তি দেয়।
পরে বিধায়ক শংকর ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, আমি চাইব এবার মুখ্যমন্ত্রী বলুন আগামীকাল খেলার মাঠে খেলা হবে। তিনি এই ঘটনায় ক্রীড়া মহল এবং শিলিগুড়িবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।