জুলি দাস, করিমগঞ্জ : গাড়ি চালক মিঠু বিশ্বাসের হত্যার ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল করিমগঞ্জ।
শহরের এওসি পয়েন্টে জাতীয় সড়ক অবরোধ করে স্লোগানে উত্তাল করে তুলেন চালকরা।
শনিবার দুষ্কৃতীরা করিমগঞ্জ থেকে শিলচর নিয়ে এসে হত্যা করে গাড়ি চালক মিঠু বিশ্বাসকে। পরিস্থিতি সামাল দিতে সদল ঘটনা স্থলে পৌঁছান সদর থানার ওসি।
জানা যায়, মিঠু করিমগঞ্জ শহরের বিপিন পাল রোডের ভাড়া বাড়িতে থেকে গাড়ি চালিয়ে পরিবার চালাতেন।
কিন্তু শনিবার করিমগঞ্জ এএসটিসির পার্শ্ববর্তী বন্ধন ব্যাংকের সামন থেকে তার গাড়ি ভাড়া করেছিল দুষ্কৃতীরা। এরপর মিঠুর মৃতদেহ উদ্ধার হয় শিলচর বাইপাস থেকে।
এদিন বিক্ষুব্ধ গাড়িচালকরা মিঠুর হত্যার জন্য পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ি করেন।
তাদের দাবী, অতিসত্বর হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক। চালকরা জানিয়েছেন, একজন প্যাসেঞ্জার শিলচর যেতে গাড়িটি ভাড়া নিয়েছিল। কিন্তু প্যাসেঞ্জারকে নিয়ে শিলচর পৌছার পর থেকেই সন্ধানহীন হন মিঠু। রবিবার শিলচর বাইপাস এলাকায় তার লাশ পাওয়া যায় খবর আসে।