ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ ভাঙ্গা : এক্সিডেন্ট করলেই গাড়ি চালকের কাটতে হবে ১০ বছরের জেল, দিতে হবে সাত লক্ষের মতো মোটা অংকের জরিমানা!
গাড়ি চালকের উপর আনা এই কঠোর আইনের ফলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন গাড়ি চালক!
এই আশঙ্কায় গোটা রাজ্য জুড়ে দেখা দিয়েছে হাজার হাজার গাড়ি চালকের প্রতিক্রিয়া!
এবার রাজ্যের সাথে তাল মিলিয়ে ভাঙ্গায়ও প্রতিবাদে নামেন কয়েকশো গাড়ি চালক!
আজ বদরপুর ভাঙ্গায় কয়েকশো গাড়ি চালক এবং মালিকরা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এই আইনের বিরুদ্ধে প্রতীবাদ জানান।
তাদের সঙ্গে ছিলেন সমাজ কর্মী মুন্নী ছেত্রীও।
তারা জানিয়েছেন, গাড়ি চালকরা শুধু গাড়ি চালকই নয় একটা দেশ এবং সমাজেরও চালক!
কারন গাড়ি চালকরা নিজেদের প্রাণ বাজি রেখে করোনা মহামারী, বন্যা, ঝড় তুফানের মতো বিভিন্ন বিপদের মধ্যেও গাড়ি চালিয়ে সমাজের সেবা করে যাচ্ছেন!
তাই গাড়ি চালকদেরও সম্মান দেওয়া উচিত!
যখন তখন গাড়ি চালকদের উপর কঠোর আইন চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও অনেকে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন।
তাছাড়া যারা গাড়ি চালাচ্ছে তাদের বেশির ভাগই হত দরিদ্র পরিবারের সন্তান।
কেউ কখনো ইচ্ছে করে এক্সিডেণ্টে করে কারো প্রাণ কেড়ে নেন না। অনেক সময় রাস্তার বেহাল দশার জন্যও এক্সিডেণ্ট হয়।
এসব দায়ভার চালকদের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।
এদিন তারা এই আইন প্রত্যাহারের দাবীতে স্লোগানে এলাকা উত্তপ্ত করে তুলেন। সমাজ কর্মী মুন্নী ছেত্রীও রাজ্যের হত দরিদ্র গাড়ি চালকদের পাশে দাড়িয়ে অসম সরকারের এই কঠোর আইনের পুনর্বিবেচনার দাবী জানান।