ব্যুরো রিপোর্ট, কাটিগড়া : ড্রাগস ব্যবসায়ী জহের উদ্দিন এবং তার টিমের হাতে আক্রান্ত হয়ে গুরুত্বর আহত স্থানীয় মকবুবুর রহমান (হিরা)।
এই ঘটনাটি ঘটেছে গত শনিবারে। বর্তমানে হিরা গৌহাটি মেট্রো হাসপাতালে চিকিৎসাধীন।
হিরা যখন নিজের বাড়ি থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় আক্রমণ চালায় ড্রাগস ব্যবসায়ী জহের এবং তার টীম।
ধারালো অস্ত্রের আক্রমণে হিরার হাত দু’টুকরো হয়ে যায়।
এব্যাপারে আহত মকবুবুর রহমানের স্ত্রী কাটিগড়া থানায় পাঁচ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।
অন্যান্য অভিজুক্তরা হল সোনিয়া বেগম, হামিদা বেগম, লাল উদ্দিন, রহিম উদ্দিন।
জানাগেছে জহেরর বিরুদ্ধে কুচবিহার, লাটুমবাই এবং করিমগঞ্জ পুলিশে মাদক পাচারের মামলা চলছে।
মাস কয়েক আগে করিমগঞ্জের পুলিশ সুপারের নেতৃত্বে উমরপুর পেট্রোল পাম্প এলাকা থেকে কয়েক লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ ৩ পাচারকারীকে আটক করা হয়।
এই পাচার কাণ্ডেরও মূল নায়ক ছিল জহের।
পুলিশের খাতায় সে পলাতক থাকলেও একের পর এক তার অপকর্ম চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা এ প্রতিবেদককে জানিয়েছেন, জহেরর পুরো পরিবার এই ব্যবসায়ের সঙ্গে জড়িত।
জহেরর স্ত্রী সোনিয়া বেগম প্রত্যক্ষভাবে স্বামীকে এই ব্যবসায় সহযোগিতা করছেন।
হামলা চালানোর সময় সোনিয়ার হাতে পিস্তল ছিল বলে গৌহাটি থেকে ফোনে এপ্রতিবেদককে জানিয়েছেন মকবুবুর এবং তার পরিবারের লোকজন।
এদিকে ঘটনার কয়েক দিন হয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না করায় কাটিগড়া পুলিশের ভুমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে জহের নিজেও নাকি বলে বেড়াচ্ছে, কাটিগড়ার পুলিশ তার পকেটে তাই তাকে গ্রেফতার করবে না।