স্বাধীনতার পর থেকে সোনাই সমষ্টিতে চলে আসছে এই প্রতিযোগিতা!
গণআওয়াজ প্রতিনিধি, সোনাই : সৈদপুর জিপির একটি রাস্তার কাজে বিভিন্ন সময় নাম পরিবর্তন করে এখন পর্যন্ত শিলান্যাস হয়েছ অনেকবার।
কিন্তু রাস্তার কোন কাজ হয়নি।
দীর্ঘ ১৫ বছর আগে তৎকালীন বিধায়ক এনামুল হক লস্কর এই রাস্তার কাজে ১০ কোটি টাকার কাজের শিলান্যাস করেন।
এরপর বিধায়ক আমিনুল হক লক্ষকরও ১০ কোটি টাকার কাজের শিলান্যাস করেন।
এবার এই একই রাস্তার কাজে বর্তমান বিধায়ক করিম উদ্দিন লস্কর এই একই রাস্তার দশ কোটি টাকার কাজের শিলান্যাস করেছেন।
কাশ্মীর সীমান্তে যুদ্ধে শহীদ এক বীর সিপাহি বিজয় প্রসাদ রায়ের নাম করনে এই রাস্তা নিয়ে এভাবেই চলছে সস্তা রাজনীতি।
শিলচর মেডিক্যাল কলেজ এবং এনআইটি যাওয়ার মাত্র দু কিলোমিটার রাস্তার জন্য বিধায়কদের শিলান্যাসের প্রতিযোগিতার জন্য সাধারণ মানুষকে ১০ কিলোমিটার ঘুরে যেতে হয়।
কিন্তু এবার স্থানীয় জনসাধারণ বেকে বসেছে, তাদের স্পষ্ট বক্তব্য নির্বাচনের আগে রাস্তার কাজ না হলে সড়কের দুই দিকে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হবে।
নেতা-মন্ত্রীরা ভোটের প্রচারে যাতে কেউ না আসতে পারে। এছাড়া তারা হুমকির সুরে জানিয়ে দেন, বরাদ্দ অর্থের কাজ শীঘ্র শুরু না হলে তারা ভোট বয়কট করবেন।