অশ্লীল ভিডিও বানিয়ে মেয়েদের ব্ল্যাকমেল করে পাচার করছে বাংলাদেশে!
গণআওয়াজ প্রতিবেদক : শিলচর নাগাটিলার একটি সুইমিং পুলে কর্মরত ২৪ বছর বয়সী তরুণীকে অপহরণ করল এক বাংলাদেশী যুবক।
অশ্লীল ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ত্রিপুরায় নিয়ে যায় মুমিন নামের বাংলাদেশী ওই যুবক।
মেয়েটির মায়ের বয়ান অনুসারে যুবকটি নিজের পরিচয় গোপন রেখে মেয়েটিকে ফাঁসিয়ে অশ্লীল ভিডিও করেছে।
তিনি বলেন, সহকর্মী সেজে মুমিন নামের বাংলাদেশী ওই যুবক তাঁর মেয়েকে ফাঁদে পেলে অপহরণ করেছে।
মেয়েটির মায়ের বয়ান অনুসারে, ওই যুবক নিজেকে প্রথমে পাঞ্জাবের বাসিন্দা এবং পরে ত্রিপুরার লোক বলে পরিচয় দেয়।
কিন্তু মেয়েটিকে অপহরণ করার পর জানিয়েছে তার বাড়ি বাংলাদেশে এবং সে একজন ইসলাম ধর্মাবলম্বী।
এব্যাপারে পুলিশের কাছে গেলেও কোন লাভ হয়নি জানান অপহৃত মেয়েটির মা।
এবার তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে তাঁর মেয়েকে রক্ষা করা কাতর আবেদন জানান।
এদিকে চেংকুড়ি রোডের সুজিত দাস চৌধুরী এই সুইমিং পুলের মালিক ডাঃ শামসুল হক লস্কর এবং রবি মাস্টারকে এই ঘটনায় দায়ী করেন।
তিনি বলেন, তারা দুজনই হিন্দু মেয়েদের চাকরির প্রলোভন দিয়ে বাংলাদেশি যুবকদের সাহায্যে আপত্তিকর ভিডিও করে বাংলাদেশে পাচার করছে।
সুজিত বলেন, রবি তাঁর বাড়িতে বাংলাদেশী যুবকদের আশ্রয় দিচ্ছে। এভাবে লাভ জিহাদের সাহায্যে তারা হিন্দু মেয়েদের বাংলাদেশে পাচার করছে।
বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে জানান সুজিত।
বিশ্ব হিন্দু পরিষদের মিঠুন নাথ জানিয়েছেন গত বছর এধরনের শতাধিক ঘটনা ঘটেছে এবং এবছর এখন পর্যন্ত অন্তত দশটা এমন ঘটনা পুলিশের চোখে পড়েছে।
তিনি বলেন, এসব ছেলেরা প্রতারণা করে মেয়েদের নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে কিছুদিন আত্মগোপন করার পর তাদের পাচার করছে।
তাদের কাছে দীর্ঘদিন লুকিয়ে থাকার মত এত টাকা কোথা থেকে আসে? তিনি এর পেছনে নিষিদ্ধ ইসলামিক সংগঠন পিএফআই এবং জঙ্গি সংগঠনের হাত থাকারও সন্দেহ প্রকাশ করেছেন।