গণআওয়াজ প্রতিনিধি, হাইকান্দি : হাইলাকান্দিতে সাংস্কৃতিক মহাসংগ্রামের জেলা পর্যায়ের অনুষ্ঠানের শুরু হল বুধবার।
জেলা পর্যায়ের এই অনুষ্ঠান বুধবার হাইলাকান্দি রবীন্দ্রভবনে জাঁকজমকভাবে শুরু হয়েছে।
জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে প্রদীপ প্রজ্জ্বলন করে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
তিনি অধ্যয়ন এবং পরীক্ষার চাপ মুক্ত থাকতে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া এবং সঙ্গীত চর্চায় ছাত্র-ছাত্রীদের সাবলীল থাকার উপর জোর দেন।
হিভারে এবছর সাংস্কৃতিক মহা সংগ্রামের প্রতিযোগিতায় যারা অংশ নেননি, তাদেরকে আগামী বছরের প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন জানান।
রূপকুওর জ্যোতিপ্রসাদ আগরওয়ালের প্রতিকৃতিতে মাল্যদান করে জেলা আয়ুক্ত এ বছরের প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে তাদেরকে অভিনন্দন জানান।
গাও পঞ্চায়েত, বিধানসভা এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতা পরিচালনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে তিনি প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
সাংস্কৃতিক মহা সংগ্রাম এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন, কমিটির চেয়ারম্যান গৌতম গুপ্ত, আলগাপুরের বিধায়ক প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী, কাটলীছড়া বিধায়ক প্রতিনিধি দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া, হাইলাকান্দি বিধায়কের প্রতিনিধি জাহাঙ্গীর এলাহী লস্কর।
এছাড়া বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য এবং কাটলীছড়া বিধানসভা ভিত্তিক আয়োজক কমিটির চেয়ারম্যান জয়দিপা দাস আয়োজনের খোঁজখবর নেন। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শংকর চৌধুরী।