নিউজ ডেক্স, গণআওয়াজ : রাম মন্দিরের উদ্বোধন স্থগিত চেয়ে এলাহাবাদ হাইকোর্টে হল জনস্বার্থ মামলা।
চার শঙ্করাচার্যের উত্থাপিত আপত্তিকে পিটিশনে তুলে ধরে রাম মন্দিরের উদ্বোধন স্থগিত চেয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছেন ভোলা দাস নামের এক ব্যক্তি।
সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুসারে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ভোলা দাস ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন স্থগিত চেয়ে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন।
পিটিশনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন নির্মাণাধীন মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করা হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পূজা করবেন।
এই পিটিশনে আরও বলয়া হয়েছে, চার শঙ্করাচার্য অসম্পূর্ণ মন্দিরে প্রাণপ্রতিষ্ঠায় আপত্তি তুলেছেন।
পিটিশনে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানকে সনাতন ঐতিহ্যের বিরুদ্ধে মামলা হিসেবেও বর্ণনা করা হয়েছে।
এছাড়াও বিজেপি এই কর্মসূচিকে নির্বাচনী লাভের জন্য আয়োজন করেছে বলেও দাবি করা হয়েছে।
এদিকে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে অযোধ্যার রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠান।
মন্দির ট্রাস্টের এক সদস্য এবং তার স্ত্রীর নেতৃত্বে এই সময়কালে বেশ কয়েকটি অনুষ্ঠান সম্পন্ন হয়েও গিয়েছে।
শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হবে নতুন মন্দিরে রামলালার প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
কিন্তু এরমধ্যে হাইকোর্টে এই জনস্বার্থ মামলা।
এ বিষয়ে জরুরি শুনানির জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনোজ কুমার গুপ্তার কাছে আবেদন করা হয়েছে।
যদিও আদালত জরুরী ভিত্তিক শুনানিতে অস্বীকার করেছে। এখন দেখা যাক আদালত এব্যাপারে কি পদক্ষেপ গ্রহন করে।