মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : অরুণাচল প্রদেশের নামচাই জেলায় আদিবাসী যুবকদের উপর খামতি যুবকদের গুলি চালনার ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে তিনসুকিয়া জেলায়।
এই ঘটনায় গুরত্বর আহত হয়েছেন ৬ নিরীহ আদিবাসী যুবক।
তিনসুকিয়া জেলার অল আসাম আদিবাসী স্টুডেন্ট এসোসিয়েশন অরুণাচল প্রদেশের নামচাই জেলায় নিরীহ আদিবাসীদের উপর গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
সাধারণ সম্পাদক জার্নেল মিঞ্জ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ব্রিটিশ শাসনের আগে থেকে নামচাই এপিও কলোনিতে কয়েক শত আদিবাসী পরিবার বসবাস করে আসছেন।
কিন্তু গত শনিবার রাতে এক আদিবাসী যুবক খামতি যুবককে অভারটেক করাকে নিয়ে মারপিটের সুত্রপাত হয়।
এরপর দুপক্ষের হাজার হাজার মানুষ বেরিয়ে আসেন।
এরমধ্যে খামতিদের হাতে ছিল বন্ধুক, এক সময় গুলি চালালে ছয় আদিবাসী যুবক আহত হয়।
এই ঘটনার প্রতিবাদে আসা সহ বিভিন্ন সংগঠন পথ অবরোধও করে।
সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সংস্থার তিনিসুকিয়া জেলার সাধাণ সম্পাদক জাৰ্ণেল মিনঞ্জ অভিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানান।
তিনি হুমকি দিয়ে বলেন, খামতি দুষ্কৃতিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে আসাম-অরুণাচল আন্তঃরাজ্য জাতীয় পথ অবরোধ করা হবে। জেলা প্ৰশাসন তাদেরকে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে আশ্বস্ত করলেও কাউকে গ্রেফতার না করায় আদিবাসীদের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়।