মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : কর্তব্যরত চিকিৎসকের উপর আবারও হামলার ঘটনা প্রকাশ্যে এল। এবার এই হামলা হল মার্গেরিটার অসামরিক হাসপাতালের চিকিৎসকের ওপর।
একব্যক্তিকে কুকুরে কামড়ালে ভ্যাকসিন দিতে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে।
কিন্তু রাতে জরুরি পরিষেবায় থাকা ডাক্তার অভিষেক গার্ডিয়া জানান, এআরভি ভ্যাকসিন নেই। এনিয়েই চিকিৎসকের সঙ্গে বাক বিতৰ্কে লিপ্ত হন রোগী এবং তার সঙ্গে আসা লোকজন।
এক সময় এই বাক-বিতৰ্ক হতাহাতিতে পরিণত হয়। রোগীর সঙ্গে আসা লোকদের আক্রমণে গুরত্বর আহত হয়ে চিকিৎসক নিজেই এখন চিকিৎসাধীন।
এব্যাপারে চিকিৎসক গারোডিয়াই মার্গেরিটা থানায় ০৪/২০২৪ নম্বরে একটি মামলা দায়ের করেন।
তার এই মামলায় তিন অভিযুক্ত অভি গগৈ, বলো গগৈ এবং ডিম্পল বরা-কে গ্রেফতার করে পুলিশ মার্গেরিটা মহকুমা আদালতে তুলে।
সেখান থেকে অভিযুক্তদের জেল হাজতে পাঠানো হয়। কিন্তু এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্ৰিয়া দেখা দিয়েছে।
একজন সুদক্ষ শিশু চিকিৎসকের উপর এই হামলার ঘটনা কেউই মেনে নিতে পারছেন না। একই সঙ্গে চিকিৎসালয়ে ভ্যাকসিন না থাকার জন্য এই ঘটনা সংগঠিত হওয়ায় সরকারকে দায়ী করা হচ্ছে।