হাইলাকান্দি প্রতিনিধি : চব্বিশের লোকসভাকে সামনে রেখে করিমগঞ্জে সাংগঠনিক ভিত মজবুত করতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যের আঞ্চলিকতাবাদী দল অসম গণ পরিষদ।
হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে ধফায় ধফায় বৈঠক করতে দেখা গেছে কেন্দ্রীয় নেতাদের।
অসম গণ পরিষদের প্রয়াত নেতা সইদুল আলম চৌধুরীর কবরে গিয়েও প্রার্থনা করে জেলার দলীয় কর্মীদের সাথে মত বিনিময় ও ঘরোয়া বৈঠকে বসেন এজেপির নেতারা।
এদিন কাটলিছড়ার ব্যাইনিস্টার সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক বৈঠকে মিলিত হন দলীয় নেতৃত্বগণ।
সভায় উপস্থিতিত ছিলেন আইনজীবী দাইয়ান হুসেন তালুকদার, তিনি সভায় প্রয়াত সইদুল আলম চৌধুরীর কসম খেয়ে বরাকে দলীয় ভিত মজবুত করার শপত নেন।
দাইয়ান নিজেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করে বিরোধী কংগ্রেস ও এআইইউডিএফ দলের সমালোচনা করেন।
তিনি বলেন রাজ্যে তাদের অবস্থান হল দিনে বিজেপি বিরোধী এবং রাতের অন্ধকারে রাজ্যের মুখ্যমন্ত্রীর আস্তানায় শিবির করে বসা।
তাই বাকা পথে শাসক দলকে সমর্থন না করে সরাসরি সমর্থন করে এনডিএ জোটের উন্নয়ণে এগিয়ে আসতে আহবান জানান।
দাইয়ান বলেন দেশে উন্নয়ণ হচ্ছে বলেই সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন।
তার দাবী, বিজেপি এবং এজেপি জোট সরকারের আমলে বিনামূল্যে বেকারদের চাকুরী ও হিতাধিকারীদের বিভিন্ন সরকারী প্রকল্প লাভ সম্ভব হচ্ছে।
এমাসের শেষ দিকে দলীয় সভাপতি অতুল বরা বরাক সফরে আসবেন বলে জানান তিনি। এদিন দলীয় কর্মীদের তাকে করিমগঞ্জে প্রার্থী করতে দলের কেন্দ্রীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করার আর্জি জানান।