নিউজ ডেক্স, গণআওয়াজ : মণিপুর থেকে জলপথে মাদক পাচার করতে গিয়ে কাছাড় পুলিশের হাতে ধরা পড়ল চার পাচারকারী।
গোপন সূত্রের ভিত্তিতে লক্ষীপুরের এসডিপিও প্রকাশ মীনার নেতৃত্বে কাছাড় পুলিশের একটি দল ফুলেরতল ফেরিঘাটে অভিযান চালায়।
এই অভিযানে হেরোইন এবং বেশ কিচু ইয়াবা ট্যাবলেট সহ চার পাচারকারীকে আটক করা হয়।
মোটরলঞ্চে করে তারা ফেরিঘাটে আসার সাথে সাথেই পুলিশ তল্লাশি অভিযান শুরু করে।

এই অভিযানে ৩৮টি সাবানের কেসে প্রায় ৫০০ গ্রাম হেরোইন এবং বেশ কয়েকটি ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে ১৫ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সেই সঙ্গে পুলিশ মণিপুরের ৩ পাচারকারী সহ কাছাড় জেলার এক পাচারকারীকে আটক করেছে।
আটক পাচারকারীরা হল ঠাং হুমাঙ্গ মার, ইভেনিজার থিয়েক, প্যাট্রিক পুদেইতা এবং বেংসাং।
বাজেয়াপ্ত সামগ্রীর বাজার মূল্য ৬ কোটি টাকার অধিক হবে বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাতো।