শম্ভু দাস, শিলাপাথর : রামমন্দিরের প্ৰাণ প্ৰতিষ্ঠার আগমুহূর্তে আজ ধেমাজির শিলাপাথরে বের করা হল বিশাল শোভাযাত্ৰা।
জাতি-ধৰ্ম-বৰ্ণ-ভাষা নিৰ্বিশেষে সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেন এই শোভাযাত্ৰায়।
এলাকার মুসলিম জনগোষ্ঠীর মানুষও নিজেদের পরম্পরাগত সাজ-পোশাকে অংশ নেন এই শোভাযাত্ৰায়।
প্রায় ৫০০ শত বছর আগে হিন্দুদের প্ৰতি করা অন্যায়কে উফরে ফেলে শ্রীরাম মন্দিরের প্ৰাণ প্ৰতিষ্ঠার করার জন্য প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীক ধন্যবাদ জানান এলাকার বিধায়ক।
তিনি ভারতের হিন্দু সভ্যতা, সংস্কৃতিকে ভাল পেয়ে আজ স্বতঃস্পুতভাৱে যারা বেরিয়ে আসেন তাদের সবাইকে ধন্যবাদ জানান বিধায়ক পেগু। শহরের ভেতরে প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্ৰা কালীবাড়ীর সামনে এসে সমাপ্ত হয়।