মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুত শইকীয়া এবং মুখ্য সাংগঠনিক সম্পাদক আকাশ দলেকে আজ আটক করল অসম পুলিশ।
বিদ্যুত শইকীয়াকে গোলাঘাটের তার বাড়ি থেকে এবং সাংগঠনিক সম্পাদক আকাশ দলেকে আটক করা হয় গৌহাটি থেকে।
দুজনকে আজ সকালে আটক করেছে পুলিশ।
এব্যারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতি কেন্দ্ৰীয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল ছেত্ৰী।
তিনি সংবাদিকদেরকে জানান, আসামে এখন দমন-পীড়ন নীতি চলছে।
জাতি, মাটি এবং বেটি রক্ষার নামে ভূমিপুত্ৰ ও স্থানীয় মানুষদেরকে আটক করা হচ্ছে।
তার দাবী, অবৈধ কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস নেই আসামের মুখ্য মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা এবং ডিজিপির।
রাহুল বলেন, কিছু দিন আগে দেরগাঁও-এ অবৈধ কয়লার ট্ৰাক এবং বাসের মুখামুখি সংঘর্ষে ১২ জন নিরীহ মানুষ প্ৰাণ হারিয়েছেন।
কিন্ত দুৰ্ভাগ্যবশ এই দুৰ্ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করতে সাহস দেখাতে পারেননি মুখ্য মন্ত্ৰী এবং তার পুলিশ।
ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতির কেন্দ্ৰীয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল ছেত্ৰী অবিলম্বে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির দুই নেতাকে মুক্তির দাবী জানিয়েছেন। অন্যতায় গোঠা আসামে আন্দোলন গড়ে তুলার চরম হুসিয়ারি দেন তিনি।