গণআওয়াজ প্রতিনিধি, ধলাই : ফের মন্দিরে তাণ্ডব চলালো দূষ্কৃতীর দল। এই ঘটনায় স্থানীয় জনতা সন্দেহ জনক এক মস্তিষ্ক বিকৃত ব্যক্তিকে আটক করেছেন।
অযোধ্যায় রামলালার প্রান প্রতিষ্ঠার রাতে ধলাই বিধান সভাসমষ্ঠির দার্বি চা বাগিচার তিনটি মন্দিরে তাণ্ডব চলায় দুষ্কৃতিকারীরা।
এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক জিজ্ঞাসাবাদ চালায় ধলাই পুলিশ।
এবার পশ্চিম ধলাইর নয়াবিল জিপি এলাকার চারটি মন্দিরে চুরি এবং দেবদেবীর প্রতিমা ভাংচুর চালাল দূষ্কৃতীরা।
এনিয়ে মস্তিষ্ক বিকৃত একজনকে আটক করা হয়েছে। তার নাম স্বপন মুড়া। পুঠিখাল জিপির বাঁশখাল এলাকার নিরাথলের বাসিন্দা লোকটি।
তবে লোকটি কী আদৌ মস্তিষ্ক বিকৃত তা নিয়ে সাধারন মানুষের মধ্যে সংশয় রয়েছে।
কারন গভীররাতে নয়াবিল জিপির এলেনপুর এলাকায় সে কীভাবে পৌছল? এনিয়েই উঠছে নানান প্রশ্ন।
তাকে কী কেউ মহড়া বানিয়ে দূর্বৃত্বের কাজ করে আসছে? স্বপনের ঝুলি থেকে বেরিয়ে আসে মন্দিরের চোরী যাওয়া সামগ্রীও।
খবরটি চাউর হতেই সদলবলে ছুটে আসেন ধোয়ারবন্দ পুলিশ পোষ্টের ইনচার্জ প্রবীন দে।
ঘটনাস্থলে পৌঁছন বজরং দলের শিলচর বিভাগের সংযোজক অমলেন্দু দাশ সহ বিশ্বহিন্দু পরিষদের কর্মকর্তারা।
আনা হয় গোয়েন্দা কুকুর। মূল অভিযুক্তকে ধরতে তল্লাশি চালানো হয়। তবুও বিফল মনোরথ হতে হয়েছে আসাম পুলিশের গোয়েন্দা কুকুরকে।
তবে স্বপন মুড়া স্বীকার করে নিয়েছে যে, সে-ই এই জঘন্য কাজ করেছে। এর পিছনে কোনও ষড়যন্ত্র চলছে কিনা তার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনায় বজরং দলের শিলচর বিভাগের সংযোজক অমলেন্দু দাশ সহ এলেনপুরের বাসিন্দা অমর সিং, নয়াবিল জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রদীপ সিং সহ বজরংদলের কার্য্যকর্তা দু:খ প্রকাশ করেন।