বার্মিজ সুপারির অবৈধ ব্যবসার অজুহাতে স্থানীয় সুপারি বন্ধ করে বরাকের অর্থনীতিকে ভেঙ্গে দেওয়ার চক্রান্ত
শিলচর, ১৪ নভেম্বর : বরাকের বৈধ সুপারি ব্যাবসায়ীদের ভাতে মারার চেষ্টা চালাচ্ছে সরকার। এর প্রতিবাদ জানাতে বিডিএফ ১৮ নভেম্বর বরাক বনধে অন্যতম দাবিগুলির সঙ্গে স্থানীয় সুপারি ব্যাবসায়ীদের হেনস্থা বন্ধ করার দাবিও অন্তর্ভুক্ত করেছে।
এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, সরকার বরাকের কর্মপ্রার্থীদের চাকরি দিতে আগ্রহী নয়, অন্যদিকে বার্মিজ সুপারির অবৈধ ব্যবসা বন্ধের অজুহাতে স্থানীয় সুপারি ব্যাবসাকে বন্ধ করার চক্রান্ত করে অর্থনীতিকে ভেঙ্গে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে।
তিনি বলেন বরাকের কৃষিজ পন্য হিসেবে চা শিল্পের পরই সুপারির স্থান রয়েছে, উপত্যকার হাজার হাজার পরিবার সুপারি চাষ করে দিন গুজরান করেন।
কিন্তু গত কয়েকমাস ধরে এই ব্যাবসা নিয়ে পুলিশ অহেতুক হয়রানি চালাচ্ছে। বরাকের সুপারি বাইরে পাঠাতে দিচ্ছে না। দত্তরায় বলেন, সুপারি একটি মরশুমি উৎপাদ, তাই এই সুপারি থেকে যদি শীঘ্র পুলিশি ফতুয়া প্রত্যাহার করে নেওয়া না হয় সমস্ত উৎপাদ নষ্ট হবে।
তিনি বলেন, কিছুদিন আগে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, বার্মিজ সুপারির অবৈধ পাচার প্রতিরোধ করতে গিয়ে স্থানীয় সুপারি ব্যাবসায়ী হেনস্থা হচ্ছেন।
সরকার স্থানীয় সুপারি বাজারজাত করতে নির্দেশিকা বা এসওপি জারি করবে, যা পালিত হলে স্থানীয় সুপারি নিরাপদে ব্যাবসা করতে পারবেন।
কিন্তু আজ পর্যন্ত এব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি। তাই ১৮ নভেম্বরের প্রস্তাবিত বনধে সুপারি ব্যাবসায়ীদের দাবিও অন্তর্ভুক্ত করেছে বিডিএফ।