গুয়াহাটি, নভেম্বর : দেওরি স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচনের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বিজেপির সংকল্প পত্র প্রকাশ করেছেন।
দেওরি স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচন ৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গুয়াহাটির বৈশিষ্টতে বিজেপির রাজ্য সদর দফতরে মুখ্যমন্ত্রী শর্মার প্রকাশিত ‘সংকল্প পত্র’ দেওরি উপজাতিদের সর্বাত্মক উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শর্মা বলেন, আসাম সরকার আগামী মাস থেকে অরুণোদয় স্কিমের অধীনে ৭ লক্ষ নতুন সুবিধাভোগী যুক্ত করবে।
রাজ্য সরকার দেওরি উপজাতিদের ১০০ বছরের পুরোনো প্রত্যেককে উপাসনালয়কে ১০ লক্ষ টাকা দেবে। এছাড়া রাজ্য সরকার দেওরি উপজাতিদের অন্যান্য উপাসনালয়গুলিতেও ২.৫০ লক্ষ টাকা করে দেবে।
শর্মা বলেন, যে বিজেপি এবং তার মিত্র দল জনগণের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে, তিনি খুব আত্মবিশ্বাসী যে এই দেওরি স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচনেও বিজেপি জিতবে। দেওরি কাউন্সিল নির্বাচনে বিজেপি ২২টি আসনের মধ্যে ১৮ টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তার মিত্র দল এজিপি বাকি চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।