আব্দুর রহমানের : ছাত্র ছাত্রীদের প্রতিভার বিকাশে উদ্যোগি হল কানাইবাজারে ব্রাইট এনজিও।
বতর্মানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিস্টানে কুইজ প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে।
আজ সংস্থার সভাপতি ইদি আমিনের পৌরহিত্য সভায় উপস্থিত ছিলেন অসম গণ পরিষদের করিমগঞ্জ জেলা সভাপতি মুজাকির হোসেন তাপাদার।
তিনি কানাইবাজার ব্রাইট এনজিওর ভুয়োসি প্রশংসা করে সমাজের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলার আহবান জানান।
এই আয়োজনে গ্রামীন প্রতিভা গুলো বেরিয়ে আসবে বলেও মত প্রকাশ করেন অগপর জেলা সভাপতি মুজাকির।
তিনি বলেন এমন একটি প্লেটফর্ম তৈরি হবে যেখান রাজ্যস্তর থেকে সারা ভারত ব্যাপী প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে পারবে প্রতিযোগীরা।
সংস্থার সভাপতি ইদি আমিন ও সম্পাদক আলতাব হোসেন বিভিন্ন বিভাগে গান এবং নৃত্য প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগীর হাতে পুরষ্কার তুলে দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোসেন আহমেদ, রিয়াজ উদ্দিন প্রমুখ।