রাজু দাস, শিলচর : বাংলা ভাষার একাদশ ভাষা সেনানীর সম্মান ও ভাষা শহীদ ষ্টেশনকে সরকারী স্বীকৃতির দাবিতে ২৪ ঘন্টা অনশন ধর্মঘট পালন করল বাঙালি নবনির্মাণ সেনা।
রবিবার সকাল দশটা থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে চব্বিশ ঘণ্টার এই অনশন ধর্মঘট পালন করেছে বিএনএস।
শাসক-বিরোধী রাজনৈতিক দল সহ প্রায় দুশোটি স্বেচ্ছাসেবী সংগঠনকে এতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছিল বাঙালি নবনির্বাণ।
তাদের এই অনশন ধর্মঘটকে সমর্থন জানিয়ে, স্বেচ্ছাসেবী সংগঠন রবিন হুড আর্মি, প্রয়াস এনজিও, মা জননী সমাজ কল্যাণ সংগঠন, মা মনসা সমাজ কল্যাণ সংগঠন সহ প্রায় পঞ্চাশের অধিক স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।
এদিকে রাত দুটোর সময় নজর কাড়েন মা জননী সমাজ কল্যাণ সংগঠনের মহিলারা।
প্রখর ঠান্ডাকে উপেক্ষা করে রাত দুটোর সময়ও সেই অনশন ধর্মঘটে দেখা যায় তাদের।
এত রাতে এই ধর্মঘটে তাদের উপস্থিতি জানতে চাইলে গণআওয়াজকে জানান, তারা ভাষার তাগিদে এসেছেন।
যে সেনানিদের জন্য আজ বাংলা ভাষায় কথা বলতে পারছেন, যাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে তাদের সম্মানের খাতিরে কি এতোটুকু করা যাবে না?
এদিকে বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব জানান, আমরা বর্তমান নেতৃত্বাধীন সরকারের শিলচরের বিধায়কের বাসভবন চত্বরে বসে আছি, কিন্তু উনি বা উনার দলের কেউই একবার এসে সমর্থন তো দূরের কথা কোন ধরনের সহানুভূতিটুকুও দেখাননি।
প্রীতম আরো বলেন, এটা আজকের দাবি নয়, দীর্ঘ 30 বছর আগে থেকেই বাঙালিদের দাবি যে শিলচর তারাপুর রেলওয়ে ষ্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করতে হবে।
এর জন্য সুদীর্ঘ বছর থেকে বরাকের অনেক জাতী-ভাষা প্রেমী ব্যক্তি, সংগঠনের লোকেরা নিজের নিজের মতো আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ করে গেছেন।
কিন্তু দুর্ভাগ্য যে কেন্দ্রে বা রাজ্যে যে দলই সরকার গঠন করুক না কেনো, বরাক ভ্যালীর প্রত্যেকটা দলই হয়তো নিজেদের স্বার্থ অথবা প্রভু ভক্তি জাহির করতে শহীদদের সম্মান এবং বাঙ্গালীদের আবেগ নিয়ে শুধু রাজনীতিই করে যাচ্ছে।
তবে ভোটের সময় আসলে আর ১৯শে মে আসলেই সবাইকে দেখা যায় বাঙ্গালী প্রেমী হয়ে উঠতে।
প্রীতম বরাকের রাজনৈতিক নেতৃত্বের এহেন ভুমিকার জন্য ক্ষোভ প্রকাশ করেন এবং হুংকার দিয়ে বলেন, আগামীদিনে এই আন্দোলন আরও তীব্র আকার নেবে।
বিএনএস কর্মকর্তা বরাকের জনপ্রতিনিধিদের ধিক্কার জানিয়ে বলেন, তারা কিভাবে নিজেদের বাঙালি বলছে।
বিগত দু’বছর আগে শহর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ভাষা শহীদ স্টেশনের সরকারি সব বাধা নিষেধ দূরীকরণের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা দায়িত্ব দিয়েছিলেন।
কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এটা তাদের লোক দেখানো বাঙালি প্রেম বলেও মন্তব্য বলেও মন্তব্য করে বিএনএস।
কর্মকর্তার অহংকার দেখিয়ে বলেন, আজ আমরা ২৪ ঘণ্টার অবস্থান ধর্মঘট করেছি, এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ এসেছেন।
আগামীতে এটা আরও বৃহত্তর আন্দোলনের রূপ নিতে পারে যার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে বর্তমান নেতৃত্বাদিন সরকার। রাত দুটোর সময় সংবাদ সংগ্রহ করার জন্য গণআওয়াজ প্রতিনিধিকে বাঙালি নবনির্মাণ সেনা কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব এবং কার্যকর্তারা ধন্যবাদ জানান।