গণআওয়াজ প্রতিনিধি, আমড়াঘাট : মন্ত্রী পরিমলের লোকদেখানো বাইক রেলিও কমাতে পারেনি সড়ক দুর্ঘটনা।
ব্যর্থতা ঢাকতে সরকারী অর্থে বাইক রেলি করে প্রচারের আলোয় উঠে আসেন মন্ত্রী পরিমল।
কিন্তু সড়ক দুর্ঘটনা কমেনি।
আজও বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে মর্মান্তিক ভাবে প্রান হারালেন প্রবেশ বর্মন নামের এক ব্যক্তি।
এই দুর্ঘটনাটি ঘটেছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ধলাই সমষ্টির আমড়াঘাট বাজার সংলগ্ন হাজিক ইয়ারাই ক্লাবের সামনের আমড়াঘাট-মতিনগর পূর্ত সড়কে।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কিন্তু ধলাইর বিধায়ক শিলচর লোকসভার বিজেপি প্রার্থী রাজ্যের পরিবহণ মন্ত্রী পরিমলকে শোকার্ত পরিবারের খবরাখবর নেওয়ার প্রয়োজনটুকুও ভ্ললে গেছেন।
আজ প্রবেশ বর্মনের স্ত্রী ববিতা বর্মন জানিয়েছেন, মঙ্গলবার তার স্বামী চিড়া আনতে দোকানে গিয়েছিলেন।
এ সময় একটি পালসার বাইক তাকে পেছন দিক থেকে ধাক্কা মেরে গুরুতর আহত করে।
সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কয়েক ঘন্টা পর সেখানে তার মৃত্যু হয়।
বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এলাকার জনগন প্রবেশ বর্মনের বিধবা স্ত্রীকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছেন।