আব্দুর রহমানের, গণআওয়াজ বিনোদিনী বাজার : ইংরাজী শিক্ষার উন্নতির লক্ষ্য নিয়ে চেরাগী বাজারে যাত্রা শুরু করল সুপারনাভা গ্ৰামার নতুন স্কুল।
বারৈগ্ৰাম জিপির প্রাক্তন আঞ্চলিক সদস্য আব্দুল মুনিম তাপাদারের পৌরহিত্য শুভারম্ভ সভায় বক্তব্য রাখেন নিলাম বাজার কলেজের প্রবক্তা জলাল উদ্দিন।
তিনি জানান, বর্তমান সময়ে বৃহত্তর চেরাগী এলাকায় ইংরেজি মিডিয়াম স্কুলের অত্যান্ত আবশ্যক।
কারন এই বৃহত্তর এলাকায় ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে।
আব্দুল মুনিম তাপাদার বলেন, আসাম সরকারের গাইড লাইন অনুযায়ী বৃহত্তর চেরাগী এলাকায় একটিও শিক্ষা প্রতিষ্ঠান নেই।
হাতে গোনা যে সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরকারের নিয়ম অনুযায়ী কিছু দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে।
তাই এই এলাকার ছাত্র ছাত্রীরদের ইংরাজী মাধ্যমের শিক্ষা অর্জনে একটি স্কুলের খুবই প্রয়োজন।
তিনি আরও একদাপ এগিয়ে বলেন, এই স্কুলের অধ্যক্ষ হলেন তাঁরই বাতিজা, অনেক মেধাবী এবং সরকারি নিয়ম নীতি সম্পর্কে অবগত।
স্কুলের ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব, কেননা টাকা পয়সার দিকেও অনেক সাবলম্বী।
চুরাইবাড়ী পাবলিক হাইস্কুলের অধ্যক্ষ এইচএম হানি শিশুদের ইংরাজি মাধ্যমের শিক্ষা সম্পর্কে বলেন, তাঁদেরকে আধুনিক পদ্ধতিতে পাঠ দান করতে হয়। বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে বাস্তবিক ভাবে শিখাতে হয়।
সুপারনাভা গ্ৰামার স্কুলের অধ্যক্ষ আব্দুল কুদ্দুস বলেন, এলাকার বৃহত্তর স্বার্থে প্রথম অবস্থায় সুপারনাভা গ্ৰামার নামক ইংরাজী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভআ করা হয়েছে।
এতে রয়েছে নারছারী সহ এলকেজি এবং ইউকেজি পর্যন্ত। পরবর্তীতে পুরো কদমে বর্ধিত করা হবে। অবিজ্ঞতা সম্পন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে। রক্টুক হাইস্কুলের শিক্ষক নেজাম উদ্দিনও শিক্ষা নিয়ে বিশদ আলোচনা করেন।