মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : অবৈধ কয়লা পাচার করতে গিয়ে মার্গেরিটায় মৃত্যু হল এক শ্রমিকের।
এই ঘটনাটি ঘটেছে লিডু পাটকাই পাহাড়ে। লিডু পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কোল ইন্ডিয়ার একাংশ আধিকারিকের সহযোগে চোরাকারবারীরা মার্ঘেরিটার সংরক্ষিত তিরাপ কোলিয়ারির গভীরে অবৈধ কয়লা খনন চালিয়ে যাচ্ছে।
অবৈজ্ঞানিক পদ্ধতিতে অবৈধ খননের জন্য বিষাক্ত গেস নিৰ্গত হয়ে লিডু ইটাখোলার বাসিন্দা কাঞ্চা নামের এই শ্রমিকের করুণ মৃত্যু।
জানাগেছে, সহকর্মীরা তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পাহাড়ের দুৰ্গম অঞ্চলে নিয়ে আসার পরই তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে সেখান থেকেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
উল্লেখ্য যে, কোল ইন্ডিয়ার একাংশ আধিকারিকের সহযোগে অবৈধ কয়লা পাচারের অভিযোগ বিভিন্ন সময় উত্তাপন হয়েছে। কিন্তু সরকার এব্যাপেরে কোন ব্যবস্থা না নিচ্ছেনা।
স্থানীয় জনগণের আশংকা যদি অচিরে এই অবৈধ কয়লা খননের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নেয় তা হলে এরকম আরও শ্রমিককে এভাবে প্রাণ দিতে হতে পারে।