হিন্দু বসতি ধ্বংসের পরিকল্পনা! অভিযোগ
দীপন দাস, কাটিগড়া : ব্যক্তি স্বার্থে ভারত মালা প্রকল্পের মানচিত্র পরিবর্তন করে একটি হিন্দু বসতিকে ধবংস করার পরিকল্পনা চলছে কাটিগড়ায়।
চৌদ্দ পুরুষের ভিটেমাটি রক্ষায় প্রাণ আহুতি দিতে প্রস্তুত জানালেন তেলিটিকর দ্বিতীয় খণ্ডের ওবিসি সম্প্রদায়ের জনসাধারণ।
স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালে শিলচর-আগরতলা সংযোগী ভারত মালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য কাটিগড়া অংশের জমি অধিগ্রহণের অধিসূচনা জারি করে কাছাড় জেলা প্রশাসন।
এন এইচ ডি সি আই এল’র নির্ধারিত মানচিত্র অনুসারে জমি চিহ্নিত করে জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এন্ড লেন্ড একোজেশন ব্রাঞ্চ।
অধিগ্রহণের জন্য জমি চিহ্নিত করে দাবি এবং আপত্তি জানাতে একুশ দিনের সময় সীমা বেধে দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে পড়েনি কোনও দাবি এবং আপত্তি।
এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও বাধসাধেন হোসেন আহমেদ নামের এক ব্যক্তি।
এলাকার একমাত্র হিন্দু পাড়াকে নিশ্চিহ্ন করে দিয়ে নিজের ব্যক্তি স্বার্থ পূরণের উদ্দশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চক্রান্ত মূলক ভাবে একটি অভিযোগ দায়ের করেন তিনি।
এই কাজে তাহাকে সহযোগিতা করেন প্রশাসনের এক কর্তা। তাঁর অভিযোগের ভিত্তিতে পূর্বের নির্ধারিত মানচিত্র পরিবর্তন করে জেলা প্রশাসন।
নতুন করে ভারত মালা সড়কের মানচিত্র পরিবর্তনের ফলে ধ্বংসের মুখে এলাকার একমাত্র হিন্দু পাড়া।
স্থানীয় শুভেন্দু নাথ, নিলেন্দু নাথ, স্বপন নাথ, আরতী নাথ, ঝুমা নাথ, সম্পা নাথ, কল্পনা নাথ, তাপস নাথ, ঝর্ণা নাথ, দীন নাথ এবং সৌরভ নাথ’রা বলেন, ইতিমধ্যে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের নিকট আপত্তি জানানো হয়েছে।
পূর্ব নির্ধারিত মানচিত্র অনুযায়ী সড়ক নির্মাণের জন্য ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এন্ড লেন্ড একোজেশন ব্রাঞ্চের আধিকারিক মনসুর আহমদ মজুমদারের দ্বারস্থ হয়ে হাত জোর করে প্রার্থনা করেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
নিজের পূর্ব পুরুষের ভিটেমাটি রক্ষা করতে, নিরুপায় হয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশ্মর্মার হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয়রা এক শুরে বলেন মানচিত্র পরিবর্তন না হলে আমাদের সমাধির উপর দিয়ে নির্মাণ করতে হবে ভারত মালা প্রকল্পের সড়ক।