ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ, ধর্মনগর : ধর্মনগরে উদ্বোধন করা হলো জেলাভিত্তিক সরস মেলার আয়োজন। এই মেলা চলবে তিন দিন পর্যন্ত।
ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে তিন দিনব্যাপী সরস মেলার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
তাছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা।
এই মেলায় আটটি ব্লকের সহায়ক গোষ্ঠীর সদস্যরা তাদের নিজের হাতের বানানোর পসরা নিয়ে যোগদান করে।
উদ্বোধন করে বিশ্ববন্ধু বলেন ২০১৮ সালের আগে ত্রিপুরা রাজ্যে সহ সহায়ক গোষ্ঠীর সংখ্যা ছিল চার হাজারের মতো।
কিন্তু, বর্তমানে এই সহায়ক গোষ্ঠীর সংখ্যা ৫১ হাজার পার হয়ে গেছে।
সরকার এই সহায় গোষ্ঠীর সদস্যদের হাতে বানানো জিনিসগুলি প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করার উপর গুরুত্ব আরোপ করে একের পর এক অনুষ্ঠান করে চলেছে জানান তিনি।
সরকারের সহায়তায় এখন অভাব বলতে যে জিনিসটা ছিল তা আর নেই, খাদ্য, ঘর, শৌচাগার সব অভাব শেষ হয়ে গেছে।
স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা যেমন স্বনির্ভর হয়েছে, তেমনি পরিবারের রোজগার বাড়িয়ে পরিবারের চাহিদা মত অনেক সৌখিন জিনিস কিনার সামর্থ্য অর্জন করেছে।
তবে সেন তথ্য সংস্কৃতি দপ্তরকে তুলোধোনা করেন, এদের কার্যকারিতা নিয়ে তিনি বিশাল প্রশ্নও তুলে ধরেন।
ধর্মনগরে সাংস্কৃতিক গোষ্ঠীর সংখ্যা যেখানে ২১ থেকে ২২টি ছিল, এখন তা বেড়ে ৭৪টি দাঁড়িয়েছে। কিন্তু এত সাংস্কৃতিক শিল্পী থাকলেও তারা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অবহেলার কারণে সুযোগ প্রাপ্তি থেকে থেকে বঞ্চিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন।