মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : লিডু চা বাগিচা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিজেপিকে বর্জনের আহ্বান জানিয়ে পোস্টারিং করেছে আছা।
চব্বিশের লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আদিবাসী ছাত্র সংস্থার এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশা পুরনে জল ঢেলে দিতে পারে।
সংস্থা দাবী করেছে, ২০১৪ সালের নির্বাচনে ক্ষমতা গ্রহণকারী বিজেপি সরকার উপজাতিকরণ সহ আদিবাসীদের বেশ কয়েকটি মৌলিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল।
তারমধ্যে ছিল, চা শ্রমিক ও আদিবাসীদের জমি পাট্টা, বর্ধিত হারে মজুরি, কিন্তু, আজও তা পূরণ করা হয়নি।
তাই আদিবাসী ছাত্র সংস্থা বিজেপি সরকারকে মিথ্যার গর্ব বলে বর্জনের ডাক দিয়েছে।
শুধু তাই নয়, ভোটের প্রচারের সময় চা বাগান এলাকায় বিজেপি নেতাকর্মীদের প্রবেশে বাধা দেওয়ার কথাও জানিয়েছে সংস্থা।
লিডু চা বাগিচায় সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সংস্থার আঞ্চলিক কমিটির সভাপতি সঞ্জয় বড়লা, উপ সভাপতি চেবেষ্টিয়ান টোরুয়া, লিডু প্ৰাথমিক সমিতির সভাপতি মনোজ রাওতিয়া, প্ৰাথমিক সমিতির সম্পাদক আইয়ুশ লাক্ৰা, প্ৰাথমিক সমিতি ক্ৰীড়া সম্পাদক তুফান রাওতীয়া পোষ্টারিং-এর পর সন্মিলিতভাবে সাংবাদিকদের কাছে ক্ষোভ উজার করেন। মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : থেকে মিঠুন বড়ুয়ার প্ৰতিবেদন, গণআওয়াজ।