দুর্দশায় আবদ্ধ বারইগ্রামের লামা অর্জুনপুর। স্বাধীনতার ৭৫ বছর পরও দিন ফিরেনি লামা অর্জুনপুরবাসীর।
আজ পর্যন্ত গ্রামে প্রবেশ করেনি কোনদিন যান-বাহন। নেই গ্রামে যাওয়ার কোনও রাস্তা এবং বিশুদ্ধ পানীয় জল।
যাতায়াতের ব্যবস্থা মানেই একমাত্র রেলওয়ে লাইন। বিধায়ক সিদ্দেকের ভূমিকায় তীব্র অসন্তোষ গ্রামজুড়ে।
আব্দুর রহমানের, গণআওয়াজ নিলামবাজার : ক্ষমতাশীন সরকারের সঙ্গে থাকলে এমন ভোগান্তিতে পড়তে হত না বললেন বিজেপি নেত্রী শিপ্রা গুন।
পাথারকান্দি উন্নয়ন খণ্ডের বারইগ্রাম জিপির ৫ নং ওয়ার্ডের রেলওয়ে লাইনের পশ্চিমাংশ লামা অর্জুনপুর।
আজ গ্রামবাসীদের ডাকে সাড়া দিয়ে সরজমিনে পৌছে বাস্তব অবস্থা দেখে বিস্মিত দেখালেন শিপ্রা গুন।
গ্রামের ৯০টি পরিবারে প্রায় তিনশোর অধিক ভোটার এবং প্রায় ১২শতের অধিক জনসংখ্যা থাকলেও নেই কোন যোগাযোগ ব্যবস্থা এবং পানীয় জল।
বিজেপি নেত্রীকে কাছে পেয়ে গ্রামের মানুষ অভিযোগ করে বলেন, রেল লাইন গ্রামটিকে দুটি ভাগে বিভক্ত করেছে। তাদের ভোগান্তির মূলে এই রেলওয়ে লাইনই।
কোনও নেতা-মন্ত্রী খোঁজ রাখেন না।
সিদ্দেক আহমদ মন্ত্রী ছিলেন, এখন বিধায়ক কিন্ত তাদের সমস্যা সমাধানে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।
শিপ্রা গ্রামবাসীদের বলেন, ক্ষমতাশীন বিজেপি সরকারের সঙ্গ থাকলে অনেক আগেই সমস্যা মিটে যেত। বিলম্ব হলেও বিজেপির করিমগঞ্জ লোকসভার মনোনয়ন প্রত্যাশী শিপ্রা তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।