গণআওয়াজ প্রতিনিধির রিপোর্ট, গণ্ডাছড়া :
বাইকের ধাক্কায় গুরতর আহত হয়ে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রামচন্দ্র বর্ধন।
তাঁর এই খবর পেয়ে গোঠা এলাকা এখন শোকে মুহ্যমান।
গন্ডাছড়া মহকুমার হরিপুরের বাসিন্দা রামচন্দ্র বর্ধন একজন রাজ মিস্ত্রি হিসাবে পরিচিত।
অত্যন্ত সহজ সরল প্রকৃতির লোক ছিলেন রামচন্দ্র।
অন্যান্য দিনের মতোই কাজ সেরে শনিবার গন্ডাছড়ায় অনুষ্ঠিত রামঠাকুর আশ্রমের মহোৎসবে মহাপ্রসাদ গ্রহণ করে স্ত্রী সহ প্রতিবেশিদের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।
কিন্তু বাড়ির কাছাকাছি পৌছার পর একটি নম্বর বিহীন বাইক এসে সজোড়ে ধাক্কা দেয় তাঁকে।
তিনি ছিটকে অন্তত দশ ফিট দূরত্বে গিয়ে পড়েন।
খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জরুরী ভিত্তিতে পাঠানো হয় জি বি হাসপাতালে।
প্রায় পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর বুধবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন রামচন্দ্র।
বৃহস্পতিবার তাঁর মৃতদেহ গন্ডাছড়ার হরিপুরের নিজ বাড়িতে পৌঁছলে আত্মীয় পরিজনদের বাঁধভাঙা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। সাধারণ মানুষ প্রশ্ন তুলেন, এমন ঘটনা চলবে কত দিন? কে নেবে তাঁর দায়ভার?