মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার মোহনপুর আরএভটর বাজার আহমদীয়া কৌমিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের দিন ৮ মার্চ ধার্য করা হয়েছিল।
কিন্তু জেলা প্রশাসন মাইকের অনুমতি না দেওয়ায় ওয়াজ মাহফিলের তারিখ আপাতত স্থগিত করা হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার আনুষ্ঠানিকভাবে আগামী ৮ মার্চের ওয়াজ মাহফিল আপাতত স্থগিত ঘোষণা করেন মাদ্রাসা পরিচালনা সমিতির সভাপতি মুফতী মাওলানা আয়ুব আলী।
তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারও মাদ্রাসার ১৯তম ওয়াজ মাহফিল ও ছাত্রদের বাৎসরিক এনামি জলসার দিন ধার্য করা হয়েছিল।
কিন্তু প্রশাসনে মাইকের অনুমতি না দেওয়ায় ইতিমধ্যে মাদ্রাসা পরিচালনা কমিটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রশাসনের অনুমতি পেলে পরবর্তীতে জলসার তারিখ সবাইকে অবগত করা হবে বলে জানিয়েছেন সভাপতি মুফতী মাওলানা আয়ুব আলী সহ ওয়াজ পরিচালনা সমিতির সভাপতি আমির হোসেন মজুমদার।
এদিন উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা সমিতির সদস্য আব্দুল হক বড়ভূইয়া, সামসুল হক লস্কর ও মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা ইমদাদ উল্লাহ, হজরত মাওলানা সামস উদ্দিন, হজরত মাওলানা নূর আলম বড়ভূইয়া, হজরত মাওলানা সালেহ আহমদ মজুমদার ও হাফিজ সামসুল হক প্রমুখ।