মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট না বাজলেও বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে টক্কর দিয়ে নির্দলীয়ভাবে ময়দানে নেমে চমকে দিলেন সংঘ নেতা দিলিপ কুমার।
বুধবার হাইলাকান্দি জেলা সদরের এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লাহ সহ ভারতীয় জনতা পার্টির নেতাদের তীব্র সমালোচনা করেন।
করিমগঞ্জ লোকসভা আসনে বিগত সময়ে উন্নয়ন মূলক কাজ সহ গণদাবি ও সমস্যার কথা তুলে ধরে কেন সমাধান করা হলোনা উত্তর চেয়ে প্রশ্ন ছুড়েন দেন তিনি।
বিজেপির মনোনয়নে জয়ী হয়ে চা বাগান এবং গ্ৰামীণ এলাকায় উন্নয়ন মূলক কাজ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদনাম না করতে আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উন্নয়ন মূলক প্রকল্প এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করিমগঞ্জ সংসদীয় এলাকা।
তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মান রক্ষার্থে এবার নির্দলীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন বলে ঘোষণা করেন।
বরাক উপত্যকার ১৫টি বিধানসভা আসনের মধ্যে ডিলিমিটেশনে দুটি আসন বিলুপ্তি নিয়ে সাংসদ কৃপানাথ মাল্লাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন দিলিপ।
দিলিপ কুমার আরও বলেন, বিজেপি সরকারের সময়ে ডলু চা বাগান ভুলডজার দিয়ে ধ্বংস করা হয়, বাগান এলাকায় মোবাইলের টাওয়ার নেই, চলাচলের রাস্তাঘাট নেই।
তিনি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি প্রার্থীর কাছে বেশ কয়েকটি প্রশ্নও ছুড়ে দেন। সাংবাদিক সম্মেলনে দিলিপ কুমারের সঙ্গে উপস্থিত ছিলেন রূপ নারায়ন রায়, রাম নারায়ণ নুনিয়া, সত নারায়ণ নুনিয়া, রাজু কেওয়ট, সত নারায়ণ তেলী, দিলিপ বারই, বাবুল তাঁতী, মনোজ রুদ্র পাল, শচী কুমারী দুবে ও রূপলাল রাজভর প্রমুখ।