নিউজ ডেক্স, গণআওয়াজ : বরাক উপত্যকার তীর্থভুমি ভুবন পাহাড়ের চুড়ায় উঠতে গিয়ে শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক তীর্থ যাত্রী।
তাঁর নাম সমরেন্দ্র সিনহা, বাড়ী শিলচর ভকতপুর বলে জানাগেছে।
প্রতিবছরের মত এবার এদিন সকাল থেকে হাজার হাজার পুণ্যার্থীরা ভুবন পাহাড়ের চূড়ায় উঠতে দেখা যায়।
কিন্তু ভুবন পাহাড়ের চূড়ায় ওঠার পথেই শুক্রবার আনুমানিক বিকেল তিনটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
ভুবন তীর্থের চুড়ায় উঠার সময় বছর চল্লিশের সমরেন্দ্র সিনহা হটাৎ হৃদরোগে আক্রান্ত হন।
পরে একটি বলেরো ট্রাক দিয়ে তাঁকে পাহাড়ের নিচে নামিয়ে আনা হয় এবং এম্বুলেন্স করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য যে প্রতিবছরের ন্যায় এবছরও মহা শিবরাত্রি উপলক্ষে বৃহস্পতিবার ভুবন তীর্থের চরন মন্দিরে ফিতা কেটে তীর্থ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।