জমি বিবাদ! মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন ফুলবাড়ি পাবলিক হাইস্কুলের সহকারী শিক্ষিকা আমিনা : পাল্টা অভিযোগ    

Spread the love

রূপক নাথ কাটিগড়া, ১২ সেপ্টেম্বর, সোমবার : মিথ্যা মামলা দিয়ে বার বার হয়রানি ও নির্যাতন চালিয়েছেন ফুলবাড়ি পাবলিক হাইস্কুলের সহকারী শিক্ষিকা আমিনা সুলতানা বড়ভুইয়া‌ (সীমা বেগম)।

শিক্ষিকা আমিনার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উত্তাপন করেন স্বামী মিরজান আলীর পৈত্রিক বাড়ি শিবনারাইনপুর গ্ৰামের লোকজন আজ।

রবিবার সাংবাদিক সম্মেলন করে অভিযোগকারীরা বলেন, গত ২৮ আগস্ট নিজ বাড়ির জমি-মাটির সীমানা সংক্রান্ত বিবাদ নিষ্পত্তির জন্য স্থানীয় মুরব্বিগণের উপস্থিতিতে এক গ্ৰাম্য বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাড়ির জমি-মাটির সীমানা দেখার সময় বাড়ির ইফতার নামক জনৈক এক কিশোর নিজের মোবাইল ফোন দিয়ে সীমানা দেখার ভিডিও করলে আমিনা উত্তেজিত হয়ে ইফতারের কাছ থেকে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তার গালে চড় তাপ্পড় বসিয়ে দেন।

এতে ইফতার ও আমিনার মধ্যে টানাহেঁচড়া সহ এক অপ্রীতিকর ঘটনা ঘটে এদিন।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ইফতারের মা-বাবা ও বাড়ির লোকেরা দুঃখ প্রকাশ করে শিক্ষিকা আমিনার কাছে আপোষ মিমাংসার জন্য অনেক আবেদন নিবেদন করেন।

এমনকি উপস্থিত মুরব্বিগণ সঙ্ঘটিত ওই ঘটনার আপোষ মিমাংসার প্রতিশ্রুতি দেন।

কিন্তু আমিনা কারও কথা না শুনে স্বামীর বাড়ির লোকদেরকে হেনস্তা করার উদ্দেশ্যে নিরপরাধ ১২ জন লোকের নামে কাটিগড়া থানার একটি মিথ্যা মামলা দায়ের করেন।

শিক্ষিকা আমিনার বিরুদ্ধে এহেনো দুর্বব্যবহার ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ উত্থাপন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কাটিগড়ার সার্কল অফিসার, কাছাড়ের পুলিশ সুপার, বিদ্যালয় সমুহের উপ-পরিদর্শক এবং কাটিগড়া থানার ওসির কাছে লিখিত অনোরোধ জানিয়েছেন তারা।

প্রায় শতাধিক লোকের স্বাক্ষরসম্বলিত স্মারকলিপিতে বাড়ি ও আশপাশের লোকেরা শিক্ষিকা আমিনার বিরুদ্ধে স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে স্বামীর বাড়ির জমি-মাটির সীমানা নির্ধারণ নিয়ে ভুয়ো ও মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে নানা ভাবে তাদের হয়রানি করে আসছেন বলে উল্লেখ করেন তারা।

পেশায় শিক্ষিকা আমিনা স্বামী মিরজান আলীর পৈত্রিক বাড়ি শিবনারাইনপুর গ্ৰামে থাকলেও‌ স্বামীকে নিয়ে দীর্ঘদিন থেকে করিমগঞ্জ জেলার বদরপুরে ভাড়াটে ঘরে বসবাস করছেন।

তাই কোনো সামান্য ঘটনা সাজানো মিথ্যা মামলা দিয়ে স্বামীর বাড়ির লোকদের দীর্ঘদিন ধরে আমিনা নানা ধরনের নির্যাতন করে আসছেন।

এযাবৎ সাঁতটি মিথ্যা মামলা দায়ের করে স্বামীর বাড়ির অসহায় লোকদের পিএমএওয়াই ঘর নির্মাণে বাঁধা প্রদান করার পাশাপাশি নানা ধরনের হেনস্তা করছেন আমিনা।

স্মারক পত্রে স্বাক্ষর করেছেন মহব্বত আলী মজুমদার, ইছাক আলী মজুমদার, সাহানারা বেগম তালুকদার, আব্দুল আহমদ মজুমদার, রেহমান আলী মজুমদার, সালেহা বেগম মজুমদার, সাহানারা বেগম মজুমদার, আরমান আলী, মঞ্জুরুল হক মজুমদার সুলতানা বেগম মজুমদার সহ অন্যান্যরা। তাছাড়া বাড়ির জমি-মাটির সীমানা সংক্রান্ত বিবাদের নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কাটিগড়া সার্কল প্রশাসনের কৃপাদৃষ্টি আকর্ষণ করেছেন অসহায়রা।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token