বিশ্বজিত দাস, আমড়াঘাট : সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে সরব হলেন ভুবন পাহাড়ের কৃষ্ণপুর চরণ মন্দিরের সভাপতি নবকুমার শুক্লাবৈদ্য।
তাঁর অভিযোগ, ভুবন তীর্থের পুণ্যার্থীদের নিরাপত্তায় ভুবন পাহাড়ের কৃষ্ণপুর চরণ মন্দিরে প্রতি বছর পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।
কিন্তু এসব পুলিশ কর্মীরা তেমন কোনো দায়িত্বই পালন করেননি।
যারজন্য কৃষ্ণপুর চরণ মন্দির কমিটির সদস্যদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
চরণ মন্দির কমিটির সভাপতি নবকুমার শুক্লাবৈদ্য গণআওয়াজকে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কৃষ্ণপুর চরণ মন্দির কমিটিকে কোনোও সাহায্য করা হয় না।
চাঁদা তুলে যা অর্থ সংগ্রহ করা হয় তা দিয়েই কৃষ্ণপুর চরন মন্দিরের পূজার্চনা এবং পুলিশ সহ এন ডি আর এফের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয়।
কিন্তু পুলিশ তাদের দায়িত্ব পালন করেন নি।
এদিকে এন ডি আর এফ বাহিনী খাওয়া নিয়ে কমিটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে।