স্বপন পাল দার্জিলিং শিলিগুড়ি : সিএএ ইস্যুতে সরব হয়ে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বক্তব্যে অসমের প্রসঙ্গ তুলে কড়া ভাষায় কেন্দ্রকে একাধিকবার আক্রমণ করেন।
তার কথায়, সিএএ মানে বর্ণ বৈষম্য। সাধারণ মানুষের অধিকার রক্ষায় সিএএ-র বিরোধীতায় তিনি যে এক্কেবারে গ্রাউন্ড জিড়োতে তা স্পষ্ট করেন নিজের বক্তব্যে।
এদিন সিএএ ইস্যুতে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিএএ আসলে পলিটিক্যাল গিমিক।
ভোটের জন্য বিজেপি এটা করছে।
সিএএ ইস্যুতে আদ্যপ্রান্ত কেন্দ্রের প্রতি আক্রমণ শানানোর পাশাপাশি নিজের ভাই বাবন বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভূমিকা নিয়েও সরব হন তিনি।
নাম উল্লেখ না করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো বলেন, এই মূহুর্তে থেকে তার ভাইয়ের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই।
আগামীতে পরিবারের নাম যাতে জড়ানো না হয় সেই বিষয়টি তিনি জানিয়ে দেন৷ একইসঙ্গে স্পষ্ট করেন, লোভী মানুষের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই৷ এ প্রসঙ্গেও বিজেপিকে নিশানা করতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো।