হাইলাকান্দি প্রতিনিধি : অনুন্নত শ্রেণীর মানুষের আয় বাড়ানোর প্রধানমন্ত্রীর উদ্বোধন করা পিএম সুরোজ পোর্টালের লাইভ সম্প্রচার করে দেখানো হল হাইলাকান্দিতে।
হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হলে প্রধানমন্ত্রীর পোর্টাল উদ্বোধনের দৃশ্য জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হয়।
তফশিলি জাতি, ওবিসি সম্প্রদায়ের এবং সাফাই কর্মচারীদের আয় বাড়ানোর জন্য এই প্রশিক্ষণে যোগ দিতে পোর্টেলে আবেদন করতে হবে।
বিভিন্ন স্তরের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণের সংস্থান রয়েছে এই পোর্টেলে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
প্রশিক্ষণ শেষে তফসিল জাতির জন্য ১৫০০ টাকা এবং ওবিসি সম্প্রদায়ের লোকের জন্য ১০০০ টাকা স্টাইপেনের ব্যবস্থা রয়েছে।
পর্টেলটি হল PM-SURAJ । হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এ ধরনের কর্মসূচির সুফল পেতে সরকারি কার্যালয়গুলিতে যোগাযোগ করতে বলেছেন।
লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অশোক কুমার দত্ত এস সি প্রার্থীদের ক্ষেত্রে ধরাবাঁধা নিয়ম না থাকলেও ওবিসিদের ক্ষেত্রে বার্ষিক আয় তিন লক্ষ টাকা হতে হবে বলে জানিয়েছেন।
পোর্টেলে আবেদন করতে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং ইনকাম সার্টিফিকেট ইত্যাদি থাকতে হবে।
শুরুতে স্বাগত ভাষণ দেন এডিসি লাইরহলু খেনতে।
এদিন তিনজনকে এক লক্ষ টাকা করে ঋণের স্যাংশন লেটার দেওয়া হয়। এছাড়া ৩০ জনকে দক্ষতা বিকাশের প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।