ডিজিটাল ডেস্ক, গণআওয়াজ : আসন্ন লোকসভা নির্বাচনে কর্ণাটকে বড় ধরনের ক্ষতি হতে পারে বিজেপির।
এর প্রধান কারণ কর্ণাটকের সিনিয়র বিজেপি নেতা ঈশ্বরাপ্পা দলের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ।
সোমবার কর্ণাটকের শিবমোগায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাও তিনি অনুপস্থিত ছিলেন। ছেলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ ঈশ্বরাপ্পা।
তার দাবি ছিল ছেলে হাভেরী আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, কিন্তু দল সেই সুযোগ দেয়নি।
তাই ৭৫ বছর বয়সী প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পা ঘোষণা করেছেন, তিনি শিমোগা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বি. এস. ইয়েদুরাপ্পার বড় ছেলে বি.ওয়াই. শিমোগা লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে লড়ছেন রাঘবেন্দ্র।
হাভেরী আসন থেকে তার ছেলে কে.ই. কান্তেশ বিজেপি থেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ প্রাক্তন ডেপুটি সিএম ঈশ্বরাপ্পা।
এমন পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ছেলের বিরুদ্ধে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন ঈশ্বরাপ্পা। যার জেরে বিজেপির সমস্যা বেড়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইকে হাভেরি আসন থেকে টিকিট দিয়েছে বিজেপি।
ঈশ্বরাপ্পা দাবি করেছেন যে সংসদীয় বোর্ডের সদস্য ইয়েদুরাপ্পার তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি হাভেরি আসন থেকে কান্তেশকে টিকিট দেবেন।
কিন্তু তিনি তার প্রতিশ্রুতি থেকে ফিরে যান।
এদিকে রবিবার বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং কর্ণাটকের ইনচার্জ রাধামোহন দাস আগরওয়াল ঈশ্বরাপ্পাকে বোঝাতে এসেছিলেন।
তবে এ সময়েও স্বতন্ত্র নির্বাচনের বিষয়ে অনড় থাকেন তিনি। কর্ণাটক ইউনিটের সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্র জানান, সোমবার এই সমস্যার সমাধান হবে। তিনি বলেন, টিকিট না পেয়ে ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক।