মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : ভুত বাংলায় পরিণত হয়েছে লিডু মোলাং-এর আসাম সরকারের কোটি টাকার জল সিঞ্চন প্রকল্প।
সরকার ঢাক-ঢোল পিটিয়ে যখন উন্নয়নের প্ৰচার চালাচ্ছে সেই সময় বুমেরাং হয়ে দাঁড়িয়েছে মার্গেরিটা সমষ্টি লিডু মোলাং-এর এই জল সিঞ্চন প্রকল্প।
সরকারী পাইপ, আবাস, জলের মটর সহ বিভন্ন ইলেক্ট্রিক্যাল সামগ্ৰী অবহেলায় পড়ে রয়েছে।
স্থানীয় জনসাধারণ জানিয়েছেন, চার-পাঁচজন বিভাগীয় ৰ্কমচারি থাকার পরও কোনধরনের জল সরবরাহ করা হচ্ছে না।
বছরের পর বছর ধরে ৰ্কমচারিরা শুধু নিজদের চেহারা দেখিয়েই প্রতি মাসে মোটা মাইনে আদায় করে নিচ্ছেন।
সাধারণ মানুষের অভিযোগ, জলের অভাবে চাষাবাদ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্ত দুৰ্ভাগ্যবশ জলসিঞ্চন বিভাগের খবর নেওয়ার সময় নেই।