মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : মঙ্গল গ্রহে যখন মানুষ জমি ক্রয়ের কথা ভাবছে সেই সময় মার্গেরিটার দুটি গ্রামের সাধারণ মানুষ চরম দুরবস্থা জীবনযাপন করছেন।
দুরবস্থা নং (এক)-বন্যা, দুরবস্থা নং (দুই) নেই কোন স্থায়ী সেতু, দুরবস্থা নং (তিন) নেই রাস্তা এবং বিশুদ্ধ পানীয় জল।
এই দুটি গ্রাম ২নং মোলাং রিজার্ভ এবং নংলাই কুঁহিয়ার বাড়ী। মার্গেরিটা সমষ্টির এই জরাজীৰ্ণ গ্রাম দুটির দুরবস্থা ১৯৪২ সালের মতই।
৩৫০ জনের অধিক জনবসতি এই দুটি গ্রামের মানুষ বছরের পর বছর হাবুডুবু খেয়ে জীবনযাপন করে আসছেন।
গ্রামবাসীরা বুড়ীদিহিং নদীর তীরে বসবাস করেন এবং প্রধানত কৃষির উপর নির্ভরশীল।
তারা ফসল ফলান ঠিকই, কিন্তু বন্যায় নিঃস্ব করে নিয়ে যায়।
দুটি গ্রাম দুটি পঞ্চায়েতের অন্তর্গত। ২নং মোলাং গ্রামটি শামুকজান পঞ্চায়তের অন্তৰ্গত এবং নংলাই কুঁহিয়ারবাড়ি কেটেটং গ্রাম পঞ্চায়তের অন্তৰ্গত।
যুগ যুগ ধরে নৌকা এবং বাঁশের সাকোই তাদের সহায়তা করে আসছে। স্থানীয়দের ক্ষোভ ৭৮ বছরের মধ্যেও হল না একটি পাকা সেতু।
বুঢ়ীদিহিং নদীতে ইতিমধ্যেই এলাকার এক হাজার বিঘার বেশি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। এই সমস্যা থেকে কবে পরিত্রান পাবেন গামের মানুষ? সেটাই এখন কোটিটাকার প্রশ্ন।