আলগাপুর প্রতিনিধি : মাইমাল সমাজের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তুপের মুখে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী।
করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ আহমেদ চৌধুরী মাইমাল সমাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তুপের মুখে পড়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ধলেশ্বরে কংগ্রেস প্রার্থীর কুশপূতুল দাহ করে তাঁর বেফাস মন্তব্যের তীব্র নিন্দা মাইমাল সমাজের শতাধিক লোক।
প্রতিবাদকারীরা এদিন হাফিজ রশিদ আহমেদ মূর্দাবাদ, রশিদ আহমেদ হুঁশিয়ার ইত্যাদি স্লোগান দিয়ে কুশপূতু দাহ করেন।
মাইমাল সম্প্রদায়ের নেতারা কংগ্রেস প্রার্থী রশিদ আহমেদকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।
অন্যাতায় আন্দোলনে নামার হুশিয়ারী দেন তাঁরা।
হাফিজ রশিদ বলেছিলেন, ফিশারম্যান সমাজের কিছু সংখ্যক ক্রিমিনালস, দালাল, দুষ্কৃতিকারী, যাঁদের উপর একাধিক কেইস পেন্ডিং রয়েছে তারাই বিজেপিতে ভোট দেওয়ার সংকল্প নিয়েছে। সবাই নয়।
এই বক্তব্য ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মাইমাল সমাজে।
শুক্রবার রাতে হাফিজ রশিদের কাছে তাঁর বক্তব্যের কারণ জানতে চাইলে তিনি বলেন, গোটা সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন নি। কিছু সংখ্যক নেতাদের উদ্দেশ্য এমন কথা বলেছিলেন।