রূপক নাথ, কাটিগড়া, ১ নভেম্বর : লৌহ পুরুষ সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে কাছাড়ের বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে ৩১ অক্টোবর বিহাড়া যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে একতা যাত্রার আয়োজন করা হয়।
এ উপলক্ষে এদিন সকালে বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনার সাথে একতা যাত্রায় শামিল হয়।
দেশের একতা ও অখণ্ডতার বার্তা নিয়ে যাত্রাটি এলাকার পথ পরিক্রমা করে বিদ্যালয়ে এসে শেষ হয়, পরে ছাত্রছাত্রীরা সমবেতভাবে ভারতবর্ষের একতা, অখণ্ডতা ও অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে নিজেকে অর্পণ করার শপথ বাক্য পাঠ করেন।
অবশেষে বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক বিজয় ভূষণ দাস, শংকর চন্দ্র নাথ, উচ্চতর মাধ্যমিকের শিক্ষক অনিল কুমার দাস, অজিতা দেশমুখ্য, তাপৎ দত্ত, সুহাস চন্দ্র দেব প্রমুখ শিক্ষকরা আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন। এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিভাগের একাডেমিক ইনচার্জ নিরুপম নাথ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পীযুষ দেব, শিবেন্দু বিশ্বাস, সঞ্জালী বর্মন প্রমুখ।