ধলাই প্রতিনিধি, গণআওয়াজ : উইং চুং কুংফু মার্শাল আর্ট এসোসিয়েশন ইন্ডিয়ার বরাক ভ্যালী জোনের নরসিংহপুর ও পালংঘাট প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষার্থীদের ব্ল্যাকবেল্ট পরীক্ষা সম্পন্ন হল রবিবার।
এই মার্শাল আর্টে ভারতে সর্বপ্রথম ক্ষূদে মার্শালার হিসেবে ব্ল্যাক বেল্ট পেলেন বরাকের দুজন।
শনিবার থেকে রবিবার পর্যন্ত দুদিনের ব্ল্যাকবেল্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে মার্শালআর্ট এসোসিয়েশনের নরসিংহপুর ও পালংঘাট প্রশিক্ষন কেন্দ্রের এগারোজন প্রশিক্ষার্থী অবতীর্ণ হন।
প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও পরীক্ষক এবং পরীক্ষার্থীরা মার্শাল আর্টের জন্য নিজেদের ভূমি ছাড়তে রাজি ছিলেন না।
শনিবার সকাল ছটা থেকে নরসিংহপুর স্বর্ণলক্ষ্মী হাইয়ার সেকেন্ডারী স্কুল মাঠে শুরু হয় পরীক্ষা পর্ব, সমাপ্ত হয় সন্ধ্যা পাঁচটায়।
রবিবার সকাল ছটায় পালংঘাট সিসিজেসি স্কুল ময়দানে শুরু হয় চুড়ান্ত পরীক্ষা।
মূখ্য পরিক্ষক হিসেবে ছিলেন উইং চুং কুংফু মার্শাল আর্ট এসোসিয়েশনের অল ইণ্ডিয়ার কার্য্যকর্তা শঙ্কর দত্ত।
এছাড়া ও উপস্থিত ছিলেন বরাক ভ্যালী উইং চুং কুংফু মার্শাল আর্ট এসোসিয়েশনের সভাপতি পুলক দাস, সম্পাদক রাজু ভৌমিক।
দু’জন প্রশিক্ষক ব্ল্যাকবেল্ট থ্রীডান মার্শালার যথাক্রমে প্রীতম কুমার নাথ ও সুজন বিশ্বাস ছিলেন।
পরীক্ষায় সিনিয়রদের মধ্যে নয়জন ও সমগ্র ভারতের মধ্যে উইং চুং কুংফু মার্শাল আর্টের জন্য ক্ষূদে দুজনকে ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়েছে।
এই দুজন হলেন- নরসিংহপুর এলাকার বছর দশের প্রতীক চন্দ ও বিভাস সিনহা। তারা দু’জনেই প্রশিক্ষণ নিয়েছেন নরসিংহপুর প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক প্রীতম কুমার নাথের কাছ থেকে।