কালাইনে নিজের মেয়ে ও নাতনির সাথে প্রতারনা! অভিযোগ মহিলার বিরুদ্ধে

Spread the love

কালাইন প্রতিনিধি : এবার নিজের মেয়ে ও নাতনির সাথে প্রতারনার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে।

এই ঘটনাটি কাটিগড়া সমষ্টির কালাইন গ্রাম পঞ্চায়েত এলাকার ব্রাহ্মণ গ্রামের।

জানা গেছে কয়েক বছর আগে ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা মনিমালা দেবের কাছ থেকে ছয় লক্ষ টাকা  নিয়েছিলেন মা অপর্না দেব।

শর্ত ছিল ওই টাকার পরিবর্তে নিজের মেয়েকে ঘর তৈরি করার জন্য জমি দেবেন অপর্ণা দেব।

সেই শর্ত অনুযায়ী কিছুদিন পর মনিমালাকে মা অপর্না কিছু জমি মৌখিকভাবে হস্তান্তর করেন।

কিন্তু কিছুদিন পর ওই জমির উপর মালিকানা দাবি করে বসে আরও এক ব্যক্তি।

মনিমালা নিজের মায়ের কাছে বারবার জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললেও নানা টালবাহানায় করে অপর্না প্রসঙ্গ এড়িয়ে যান।

 অন্যদিকে অপর্ণা তার নাতনি সুনন্দা দেবের স্বামীর সাথেও একইভাবে প্রতারণা করেন।

সুনন্দার স্বামীর পরিচিত দুই ব্যক্তির কাছে জমি বিক্রি করার নামে প্রথমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এরপর আর জমি রেজিস্টারি করে দেননি অপর্ণা।

এই ঘটনায় সুনন্দার স্বামীর উপর চাপ সৃষ্টি করতে থাকে ওই দুই ব্যক্তি। যার ফলে সুনন্দাকে ওর বাবার বাড়িতে ফেলে পালিয়ে যায় ওর স্বামী।

স্বামীর সাথে মতানৈক্য ঘটায় সুনন্দা ৫ মাস থেকে নিজের বাবার বাড়িতেই বসবাস করছে।

কিন্তু কয়েকদিন পূর্বে সুনন্দার জেঠু জ্যোতির্ময় দেব এবং কেশব বর্মনসহ আরো কয়েকজন মিলে সুনন্দাকে নিজের পৈত্রিক ভিটা থেকে বের করে দিতে ওর উপর প্রাণঘাতী আক্রমণ চালায়।

কিন্তু সুনন্দা কোন প্রকারে ঘরের পিছনের দরজা খুলে পালিয়ে যায়।

নিরুপায় হয়ে সুনন্দা নিজের প্রাণ রক্ষার্থে পরেরদিন পুলিশের আশ্রয় নেয় এবং জ্যোতির্ময় দেব ও কেশব বর্মন সহ অন্যান্যদের অভিযুক্ত করে কালাইন থানায় একটি মামলা দায়ের করে।

বর্তমানে মনিমালা ও সুনন্দা প্রাণনাশের ভয়ে একসাথে মিলে কালাইন ব্রাহ্মণগ্রামের নিজের পৈত্রিক বাড়িতেই বসবাস করছেন। আজ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সুনন্দা ও মনিমালা সুবিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token