হিবজুর রাহমান বড়ভূইয়া : চৈত্রের অল্প বৃষ্টিতেই বেহাল হয়ে পড়েছে দক্ষিণ ধলাইর পূর্ব জামালপুরে গ্রামীণ রাস্তা।
এলাকার জনগণ জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর থেকে রাস্তাটি সংস্কারের অভাবে ধুকছে।
তাদের দাবী লোকসভা নির্বাচনের আগেই রাস্তার কাজ করতে হবে।
অন্যতায় তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন।
আব্দুল জব্বার, জিয়াউর রহমান এবং নজমূল হকরা জানিয়েছেন, পূর্ব জামালপুর পাকাপুল থেকে কাছাড়িঘাট কালী মন্দির পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে ধূকছে।
বর্ষার শুরুতে রাস্তায় গর্ত আর কাদার ছড়াছড়ি।
বর্তমানে স্কুল পড়ুয়া সহ রোগীদের নিয়ে আসা যাওয়ায় বহু কষ্টে করতে হচ্ছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন জামালপুর, ভিতর নারায়নপুর ও বিদ্যারতনপুর গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করেন।
এলাকায় পাঁচটি স্কুল, একাধিক মন্দির ও মসজিদ রয়েছে। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সংস্কার করার প্রতিশ্রুতি দিলেও তা পূরন করেননি।