ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : শিলচর-আইজল জাতীয় সড়কের শিলডুবিতে বাজেয়াপ্ত করা হল ২১০ কোটি টাকার নেশা দ্রব্য।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বিশাল পরিমানে মাদকের চালান।
পাকড়াও করা হয়েছে মিজোরামের আইজলের বাসিন্দা পাচারকারী পি লাললিয়ানা নামে এক পাচারকারীকে।
আইজিপি পার্থসারথি মহন্ত জানিয়েছেন বাজেয়াপ্ত করা মাদকের আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ২১০ কোটি টাকা।
কাছাড় জেলায় এক সাথে ২১ কেজির এত বিশাল পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত করার ঘটনা অবশ্যই এই প্রথম।
জানা গেছে, মিজোরাম থেকে এই বিশাল পরিমাণ হেরোইন পাচারের খবর দিন কয়েক আগেই গোপন সূত্রে পৌঁছে যায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) কাছে।
এই খবরের ভিত্তিতে এফটিএফ কর্তা আইজি পি পার্থসারথি মহন্তের নেতৃত্বে একটি দল শিলচরে এসে পৌঁছায় এবং কাছাড় পুলিশকে সঙ্গে নিয়ে শিলচর-আইজল সড়কে নজরদারি চালায়।
অবশেষে বৃহস্পতিবার রাতে শিকার জালে আটকা পড়ে। পাচারকারী পি লাললিয়ানা একটি মারুতি ব্রেজা গাড়িতে চড়ে হেরোইন নিয়ে আসার পথে শিলডুবিতে তাকে পাকড়াও করা হয়।