বিপ্লজিৎ দেব, লংকা : নির্বাচনী প্রচারে লঙ্কা শহর সংলগ্ন সংকরদেব নগরের সন্ধ্যা ধাবায় সভা করলেন কংগ্রেস নেতা রকিবুল হোসেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, হোজাই জেলার তিনটি সমষ্টির মধ্যে কংগ্রেস প্রার্থী রোজলিনা তুর্কী অনেক বেশি ভোট পাবেন।
যার জন্য হিমন্ত বিশ্ব শর্মার রাতের ঘুম উদাও হয়ে গেছে।
তাই আগে যাদের ভোট লাগে না বলছিলেন এখন তাদেরই হাতপায়ে ধরে ভোট আদায়ের চেষ্টা করছেন।
যমুনামুখে এসে নির্বাচনী সভা করবেন বলেও জানান অসম বিধানসভার বিরোধী দলের উপদলপতি রকিবুল হোসেন।
তিনি আরো বলেন, হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি এবার খুব খারাপ ভাবে আসামে হারবে এবং সেই সঙ্গে তার মুখ্যমন্ত্রীর পদও কেড়ে নেয়া হবে।
রকিবুল বলেন, বদরুদ্দিন আজমল ধুবড়িতে জনগণের সম্মুখে যাওয়ার সাহস পাচ্ছেন না।
হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি দলকে বিজয়ী করতে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বদরুদ্দিন আজমল।
কংগ্রেসের ভোট নষ্ট করার জন্য এআইইউডিএফকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিচ্ছে বিজেপি।
হিমন্ত বিশ্ব শর্মা ধুবড়ীতে গিয়ে একবার মুখ দেখালেই কংগ্রেসের এক লক্ষ ভোট বেড়ে যাবে বলে মন্তব্য করেন রকিবুল।
জোড়াহাঁট এবং ডিব্রুগড়ে গৌরব গগৈ ও লোরিনজ্যোতি গগৈ বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন দাবী করেন রফিকুল হোসেন।
ভাষিক সংখ্যালঘু বাঙ্গালীদের নিয়েও হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন রকিবুল। তিনি বলেন, ভাষিক সংখ্যালঘুদের রাজনৈতিক ক্ষমতা হরনের চক্রান্ত করছেন হিমন্ত।