নিউজ ডেক্স গণআওয়াজ : আজ মহা অষ্টমীর দিন চমৎকার দেখালেন দেবা-দি দেব মহাদেব। শতাধিক পথচারী প্রত্যক্ষ করলেন মহাদেবের এই অলৌকিক চমৎকার।
শিলচর কেন্দ্রীয় আসাম বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ছোট শিব মন্দিরে ঘটেছে এই অলৌকিক ঘটনা।
মহাদেবের গলার সর্পদেব আজ প্রত্যক্ষ দেখা দিয়েছেন পথচারি ভক্তদের, মহাদেবের মূর্তির খানিকটা পেছনে বেড়ি বেঁধে ছিলেন।
কিন্তু বন বিভাগের কর্মীরা খবর পেয়ে ছুটে এসে মন্দিরে প্রবেশ করে ধরার চেষ্টা করলে চলে আসেন মহাদেবের বামপাশে, এখানে দাড়িয়ে ভক্তদের দেখা দেন।
এরপর সর্পদেবকে ধরতে পথচারী ভক্তরা বনকর্মীদের আপত্তি জানান। কিন্তু বন বিভাগের কর্মীরা নাচুড়বান্দা।
তারা জানান এখান থেকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেবেন, ততক্ষণে মানুষের ভিড় জমে উঠে। পরে সবাইকে এখান থেকে সরিয়ে দেন।