বিপ্লজিৎ দেব, লংকা : শুক্রবার দেশের বিভিন্ন রাজ্যের ১০২টি লোকসভা সমষ্টির মধ্যে আসামের পাঁচটি সমষ্টির ভোট গ্রহণ করা হবে।
আসামের যে পাঁচটি সমষ্টির ভোট গ্রহণ আগামীকাল ১৯ এপ্রিল হবে এই সমষ্টিগুলো হচ্ছে- কাজিরাঙ্গা, সুমিতপুর, লক্ষিনপুর, ডিব্রুগড় ও যোরহাট।
এনিয়ে প্রশাসনিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত।
১০নং কাজিরঙ্গা লোকসভা সমষ্টির হোজাই জেলায়ও ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
আজ জেলার সদর শংকরদেব নগর নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে পুলিং অফিসার ও প্রিজাইটিং অফিসাররা ইভিএম নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে যাত্রা করতে দেখা যায়।
জেলাশাসক তথা জেলা নির্বাচনী মুখ্য অধিকারী লাচিত কুমার দাস জানিয়েছেন, হোজাই জেলায় সর্বমোট ৮১৪ টি পুলিং স্টেশন রয়েছে।
প্রতিটি পুলিং স্টেশনে ৬ জন করে কর্মী যাবে এবং এরমধ্যে ২জন পুলিশ ৪ জন নির্বাচনী কর্মী।
তিনি জানিয়েছেন, হোজাই জেলায় ৪ হাজার ৮৮৪ জন বুথ কর্মী নিয়োজিত করা হয়েছে।
জেলার ৩টি বিধানসভা সমষ্টিতে ৬টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র থাকবে, প্রতিটি বিধানসভা সমষ্টিতে দুটি করে মডেল ভোটগ্রহণ কেন্দ্র থাকবে বলে নির্বাচনী আধিকারিক জানান।
তিনি আরও জানান, পুরুষ, মহিলা, বয়োজ্যেষ্ঠ, বিকলাঙ্গ এবং তৃতীয় লিঙ্গের জন্য আলাদাভাবে সারিবদ্ধ ভোট প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। ১০০ শতাংশ ভোট গ্রহণের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে জানিয়েছেন জেলার মুখ্য নির্বাচনী অধিকারী।