তৃণমূল সভানেত্রীর বরাক সফরের পর আসাম তৃণমূলে ধস! দুই নেতা যোগ দিলেন কংগ্রেসে

Spread the love

হাইলাকান্দি প্রতিনিধি : তৃণমূল সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বরাক সফরের পর আসাম তৃণমূলে নামল বিরাট ধস।

মমতার বরাক সফরের তিনদিন পরই দলত্যাগ করে কংগ্রেস দলে যোগ দিলেন আসাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভূইয়া ও হাইলাকান্দি জেলার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বড়ভূইয়া।

শনিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে এআইসিসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ শাটের হাত ধরে তারা ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগ দেন।

কংগ্রেসে যোগ দিয়ে বদরুল বলেন, বিজেপিকে আটকাতে কংগ্রেসের বিকল্প নেই।

বদরুল বলেন, দেশজুড়ে বিজেপির অপশাসনে মানুষ এবার পরিবর্তন চাইছেন, তাই তিনি বিজেপিকে আটকাতে নির্বাচনের প্রাক মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়েছেন।

আসন্ন নির্বাচনে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানান বদরুল।

এদিন তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বড়ভূইয়াও কংগ্রেস দলে যোগ দিয়েছেন।

দেশের গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা বাঁচাতে কংগ্রেসের ছায়াতলে আশ্রয় নিয়েছেন বলে জানান কামরুল।

উল্লেখ্য, কামরুল ইসলাম বড়ভূইয়া পূর্বে কংগ্রেস দলে ছিলেন, তিনি রাঙাউটি-নিতাইনগর থেকে জেলা পরিষদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

এদিকে আগামী মঙ্গলবার বোয়ালিপার বাজারে কংগ্রেসের নির্বাচনী সভায় গৌরব গগৈর উপস্থিতিতে বদরুল ও কামরুলের কয়েক হাজার তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিনের যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি সরুক্ষেত্রীর বিধায়ক জাকির হোসেন শিকদার, ছয়গাওর বিধায়ক রেকিব উদ্দিন আহমদ, প্রদেশ সাধারণ সম্পাদক স্বপন কুমার মণ্ডল, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token